- আধুনিক বানিজ্যিক বিমা ব্যবসা যা আজকাল করা হয়ে থাকে এর উত্পত্তি বলা যেতে পারে লন্ডনের লয়েডস কফি হাউস থেকে I
- বিমা ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য ১৯১২ সালে জীবন বিমা কোম্পানি আইন ও ভবিষ্য নিধি আইন পাস করা হয় I এই আইন বাধ্যতামূলক করে দেয় যে প্রত্যেক কোম্পানিকে একজন কিস্তি নির্ধারণকারী (এক্চুএরি) দ্বারা কিস্তি (প্রিমিয়াম) হার ছক ও বিভিন্ন ব্যবধানে মূল্যায়ণ (ভ্যালুয়েশন) প্রত্যয়ন করতে হয় I
- ভারতের জীবন বিমা ব্যবসার পরিচালনা নিয়ন্ত্রণ করার জন্য বিমা আইন ১৯৩৮ ছিল আইনি সংস্থান এই আইন এখনো বলবৎ আছে I
- জীবন বিমার জাতীয়করণ : ১৯৫৬ সালের ১ লা সেপ্টেম্বর জীবন বিমা ব্যবসার জাতীয়করণ করা হয় এবং ভারতীয় জীবন বিমা নিগম (এল আই সি) স্থাপিত হয় I
- সাধারণ বিমার জাতীয়করণ : ১৯৭২ সালে সাধারণ বিমা ব্যবসারও জাতীয়করণ করা হয় এবং ভারতীয় সাধারণ বিমা নিগম ও তার চার সহকারী সংস্থা স্থাপিত হয় I
- মালহোত্রা কমিটি ও আই আর ডি এ : ১৯৯৩ সালে মালহোত্রা কমিটি স্থাপিত হলো শিল্পের উন্নতির জন্য পরিবর্তন আবিষ্কার করতে ও সুপারিশ করতে তৎসহ প্রতিযোগিতার উপাদান পুন:প্রবর্তন করতে I
- জীবন অসাধারণ উভয় বিমা ব্যবসার জন্য আইন দ্বারা প্রতিষ্ঠিত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ২০০০ সালে এপ্রিল মাসে স্থাপিত হলো বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন আধিকারিক (আই আর ডি এ) I
- বর্তমানে ভারতে ২৪ টি কোম্পানি ব্যবসা করছে – এল আই সি ও ২৩ টি বেসরকারী জীবন বিমা কোম্পানি I
- সম্পদ হতে পারে দ্রব্য বিশেষ (যেমন একটি গাড়ি বা একটি বাড়ি) অথবা অদ্রব্য বিশেষ (যেমন নাম ও সুনাম) অথবা ব্যক্তিগত (যেমন একজনের চোখ, একজনের অঙ্গ-প্রতঙ্গ) I
- বর্তমানে ভারতে কর্মরত স্বতন্ত্র স্বাস্থ্য বীমা কোম্পানির সংখ্যা 5
- ইংল্যান্ড এর প্রথম অগ্নিবীমা কোম্পানির নাম ফায়ার অফিস
- স্বাস্থ্য বীমায় নিম্নলিখিত বিষয়টি স্বাস্থ্য নির্ধারক :
- a) লাইফ স্টাইল সংক্রান্ত বিষয়
- b) জিন গত বিষয়
- c) পরিবেশগত বিষয়
- স্বাস্থ্য পরিষেবাকে কার্যকরী হতে হলে তা অবশ্যই হতে হবে :
- a) মানুষের চাহিদার উপযুক্ত
- b)সমন্বিত
- c) পর্যাপ্ত
- d) সহজলভ্য
- e)সামর্থ্যের মধ্যে
- কোনো এলাকার স্বাস্থ্য পরিষেবার সুবিধার সূচক :
- জনসংখ্যার পরিমান
- মৃত্যু হার
- অসুস্থতার হার
- অক্ষমতার হার
- মানুষের সামাজিক স্বাস্থ্য
- মানুষের মানসিক স্বাস্থ্য
- স্বাস্থ্য বীমায় স্বাস্থ্য নির্ধারক বিষয় :
- লাইফ স্টাইল সংক্রান্ত বিষয়
- জিন গত বিষয়
- পরিবেশগত বিষয়
- স্বাস্থ্য পরিষেবার ধরণ :
- প্রথম স্বাস্থ্য পরিষেবা
- দ্বিতীয় স্বাস্থ্য পরিষেবা
- তৃতীয় স্বাস্থ্য পরিষেবা
- ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাবকারী প্রবণতা :
- বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ হলো ভারত
- নগরায়ণ বৃদ্ধি বা গ্রাম থেকে মানুষ শহর এ চলে আসায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে
- গড় আয়ু বৃদ্ধি পেয়েছে কিন্তু দীর্ঘ আয়ুর গুণমান সম্পর্কিত বিষয়গুলিতে নজর দেওয়া হয়নি
- আয়ু বলতে বোঝায় আজকে যে শিশু জন্মাচ্ছে তার কত বছর বেঁচে থাকার আশা রয়েছে সেটাই
- দারিদ্রের স্তর মানুষের চিকিৎসার জন্য মানুষের খরচ করার ক্ষমতায় প্রভাব ফেলেছে
- সরকারি স্বাস্থ্য ব্যবস্থা :
- জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন
- তালুক হাসপাতাল
- সাব-ডিভিশনাল হাসপাতাল
- আশা
- কমিউনিটি হেলথ সেন্টার
- প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
- গ্রাম স্বাস্থ্য গাইড
- সাব- সেন্টার
- প্রশিক্ষিত ধাই
- নিম্নলিখিত সুবিধা ই এস আই তে দেওয়া হয় :
- ই এস আই কেন্দ্রে নিখরচায় সর্বাঙ্গীন স্বাস্থ্য পরিষেবা
- মাতৃত্বকালীন সুবিধা
- বিকলাঙ্গতা জনিত সুবিধা
- অসুস্থতার জন্য মজুরির লোকসান পোষাতে নগদ ক্ষতিপূরণ
- সন্তান জন্মের জন্য মজুরির লোকসান পোষাতে নগদ ক্ষতিপূরণ
- কর্মীর মৃত্যুর ক্ষেত্রে শেষকৃত্যের খরচ
- থার্ডপার্টি এডমিনিস্ট্রেটর (টি পি এ) : আই আর ডি এ (থার্ডপার্টি এডমিনিস্ট্রেটর – হেলথ সার্ভিস ) রেগুলেশন, ২০০১ – এর অধীনে কর্তৃপক্ষের লাইসেন্স ধারী যে কোনো ব্যক্তি এবং একটি বিমা কোম্পানির ফি বা পারিশ্রমিকের জন্য স্বাস্থ্য পরিসেবা যোগানের কাজে যুক্ত I
- নেটওয়ার্ক যোগানদার : বিমাপ্রদেত্তা বা টি পি এ বা একযোগে উভয়ের দ্বারা তালিকাভুক্ত হাপাতাল বা স্বাস্থ্য পরিষেবা দাতারা একজন বিমাকৃতকে নগদহীন সুবিধায় চিকিৎসা পরিষেবা যোগাবে I