IC38 Bengali Notes – 13

অধ্যায় 13 : নথি উপস্থাপনা – পলিসি স্তর

  • প্রথম প্রিমিয়াম রসিদ : একটি বিমা চুক্তি শুরু হয় যখন জীবনবীমা কোম্পানি একটি প্রথম প্রিমিয়াম রসিদ (এফ পি আর ) দেয় . এফ পি আর হলো পলিসি চুক্তি শুরুর প্রমান I

প্রথম প্রিমিয়াম রসিদে নিম্নলিখিত তথ্য উল্লিখিত আছে :

১. বিমাকৃতের মান ও ঠিকানা

২. পলিসি নম্বর

৩. প্রদত্ত প্রিমিয়ামের পরিমান

৪. প্রিমিয়াম দেওয়ার পদ্ধতি এবং পুনরাবৃত্তি

৫. পরবর্তী প্রিমিয়াম দেওয়ার নির্দিষ্ট তারিখ

৬. ঝুঁকি আরম্ভ হওয়ার তারিখ

৭. পলিসি মেয়াদপূর্ণ হওয়ার তারিখ

৮. গত প্রিমিয়াম দেওয়ার তারিখ

৯. আশ্বস্ত অর্থের পরিমান

  • পলিসি নথি : এটি বিমাকৃতের সাথে বিমা কোম্পানির চুক্তির প্রমান I এটি নিজে কোনো চুক্তি নয় I

স্ট্যান্ডার্ড পলিসি নথির সাধারণত তিনটি অংশ আছে :

পলিসি সময়সূচী

বিমা কোম্পানির নাম

পলিসির কিছু নির্দিষ্ট তথ্য যেমন:

পলিসির মালিকের নাম ও ঠিকানা

জন্ম তারিখ ও কাছাকাছি জন্মদিনের ভিত্তিতে বয়স

পলিসি চুক্তির প্রকল্প ও মেয়াদ

বীমাকৃত রাশি

প্রিমিয়ামের পরিমান

প্রিমিয়াম দেওয়ার মেয়াদ

শুরুর তারিখ, মেয়াদপূর্তির তারিখ ও গত প্রিমিয়ামের দেয় তারিখ

পলিসিটি মুনাফাসহ না মুনাফাবিহীন

নমিনির নাম

প্রিমিয়াম দেওয়ার অন্তর – বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক, মাসিক

পলিসি নম্বর

বিমাপ্রদেত্তার আশ্বাস . এটি বিমা চুক্তির হৃদপিন্ড গঠন করে .

ভারপ্রাপ্ত আধিকারিকের সই ও পলিসি স্ট্যাম্প

স্তানীয় বিমা লোকপালের ঠিকানা

আদর্শ শর্ত:

আদর্শ পলিসি শর্ত তৈরী করার জন্য পলিসি নথির দ্বিতীয় উপাদান , যা সাধারণত সব জীবন বিমা চুক্তি উপস্থাপিত হয় , যদিনা বিশদভাবে বাদ দেওয়া হয় I এই শর্ত কিছু নির্দিষ্ট ধরণের চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় , যেমন মেয়াদী , একক প্রিমিয়াম বা (লাভ) অংশগ্রহণ না করা (মুনাফার ক্ষেত্রে ) পলিসি I এই আদর্শ শর্তটি অধিকার এবং বিশেষ সুবিধা এবং অন্যান্য শর্ত নিরুপন করে , যেগুলি এই চুক্তির অধীন প্রযোজ্য হয় I

 

নির্দিষ্ট পলিসি শর্ত পলিসি নথির এই অংশটি নির্দিষ্ট পলিসি শর্তে তৈরী যেগুলি পৃথক পৃথক পলিসি চুক্তিতে উল্লিখিত আছে I এগুলো পলিসির মুখপৃষ্ঠায় ছাপানো থাকে বা একটি সংযুক্তি আকারে আলাদাভাবে সন্নিবেশিত থাকে I

 

Related Material  Bengali IC33 Paper 17