Que. 1 : কবে আই আর ডি এ স্থাপিত হয় ?
1. ২০০০ সালে
2. ১৯৯৯ সালে
3. ১৯৯৮ সালে
4. ২০০১ সালে
Que. 2 : ঝুঁকির ভাগাভাগি পদ্ধতিটি প্রয়োগ করা হয়
1. শুধু জীবন বিমাতে
2. ক্ষুদ্র বিমা ছাড়া সব ধরনের বিমাতে
3. সব ধরনের বিমাতে
4. শুধু সাধারণ বিমাতে
Que. 3 : ঝুঁকি স্থানান্তরের একটি প্রধান ধরণ হলো
1. পরিবেশগত পরিবর্তন
2. বীমা
3. বিচ্ছেদ
4. শিক্ষা ও প্রশিক্ষণ
Que. 4 : ইন্টিগ্রেটেড গ্রিভিয়েন্স ম্যানেজেমেন্ট সিস্টেম অভিযোগকারী এবং তাদের প্রতিবিধানের জন্য নেওয়া সময় অনুসরণ করে I অভিযোগ নিম্নলিখিত ইউআরএল – এ রেজিস্টার করা যাবে
1. http://www.policyholder.gov.in/Integrated_General_Management.aspx
2. http://www.policyholder.gov.in/Integrated_Grievance_Management.aspx
3. http://www.policyholder.in/Integrated_Grievance_Management.aspx
4. http://www.policyholder.gov.in/Insurance_Grievance_Management.aspx
Que. 5 : অভিযোগ মানে অভিযোগকারী লিখিত যে কোনো অভিযোগ যা :
1. উপরের সবকটি
2. তাদের কেনা পণ্যের এক বা একাধিক অপূর্ণতা থেকে ভোগেন
3. একটি অন্যায্য বানিজ্য চর্চা বা নিয়ন্ত্রণমূলক বানিজ্য অনুশীলন গ্রহণ করা হচ্ছে I
4. কোনোটি নয়