Que. 1 : ডেভিড একটি স্বাস্থ্য বিমা পলিসির জন্য একটি প্রস্তাব তৈরী করে I পলিসির সময় আবেদনের সময় ডেভিড ডায়াবেটিসে ভুগছিল এবং চিকিৎসাধীন ছিল I কিন্তু ডেভিড বিমা কোম্পানির কাছে এই সত্যটি প্রকাশ করেনি I জীবন বিমা কোম্পানি ডেভিডকে স্বাস্থ্য পরীক্ষার কথা না বলে পলিসিটি শুরু করে দেয় I কয়েক বছর পরে তার স্বাথ্য খারাপ হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় I ডেভিড আরোগ্য লাভ করে I স্বাস্থ্য বিমা কোম্পানির কাছে একটি দাবি করা হলো I অত:পর বিমা চুক্তিটি কি করা হবে ?
   1.  নাকচ ও বাতিল করা হবে
   2.  দাবি প্রত্যাখান করা হবে I
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 2 : স্বাস্থ্য বিমাকারী যার ক্যাশ লেস সুবিধা নেই, কোনো হাসপাতালে চিকিত্সা করলো. কিভাবে বিমাকারী তার সুবিধা পাবে ?
   1.  ওই হাসপাতালকে তৃতীয় পক্ষ হিসেবে যোগ করতে হবে
   2.  দাবি করতে পারবে না
   3.  অন্য কোম্পানিতে সুইচ করতে হবে
   4.  প্রথমে নিজে খরচ করবে এবং পরে কোম্পানির কাছে তা দাবি করবে
Que. 3 : কোন পরিস্থিতিতে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে ‘অপেক্ষার সময়’ প্রযোজ্য হবে ?
   1.  মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষা
   2.  আগে থেকেই থাকা কোনো অসুখ
   3.  সাথে সাথেই যত্ন
   4.  চিরকালীন বাদ দেওয়া
Que. 4 : সাধারণ বীমার ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ্ কখন বর্তমান থাকতে হয় ?
   1.  বীমা নেওয়ার সময়
   2.  দাবির সময়
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 5 : আই জি এম এস এর পুরো কথাটি কি ?
   1.  ইন্স্যুরেন্স গ্রিভিয়েন্স ম্যানেজেমেন্ট সিস্টেম
   2.  ইন্টিগ্রেটেড গ্রিভিয়েন্স ম্যানেজেমেন্ট সিস্টেম
   3.  ইন্টিগ্রেটেড গ্রিভিয়েন্স ম্যানেজেমেন্ট সোসাইটি
   4.  ইন্ডিয়ান গ্রিভিয়েন্স ম্যানেজেমেন্ট সিস্টেম

সব পরীক্ষার জন্য এখানে ক্লিক করুন – Click Here

Similar Posts: