Que. 1 : পূর্ব বিদ্যমান রোগ (পি ই ডি ) কি ?
1. একজন ব্যক্তিগত স্বাস্থ্যবীমা পলিসিগ্রাহক (পরিবারের কভার সহ) -এর অর্জিত অধিকার পূর্ববিদ্যমান শর্ত ও মেয়াদ ভিত্তিক বর্জনের জন্য অর্জিত ক্রেডিট একজন বিমাপ্রদেত্তার থেকে আরেকজন বিমাপ্রদেত্তার কাছে নিয়ে যেতে পারে, বা একই বিমাপ্রদেত্তার কাছে এক প্লান থেকে অন্য প্লানে পরিবর্তিত করতে পারে, তবে এর জন্য আগের পলিসিতিকে কোনো রকম ব্রেক ছাড়াই বজায় রাখতে হবে I একই কোম্পানির পলিসিগুলির মধ্যে পরিবর্তন এর ব্যতিক্রম I
2. বিমাপ্রদেত্তা বা টি পি এ বা একযোগে উভয়ের দ্বারা তালিকাভুক্ত হাপাতাল বা স্বাস্থ্য পরিষেবা দাতারা একজন বিমাকৃতকে নগদহীন সুবিধায় চিকিৎসা পরিষেবা যোগাবে I
3. অসুস্থতা/আঘাত ঘটা বা তার প্রকাশ যার জন্য চিকিৎসা প্রয়োজন এক পূর্ব-নির্ধারিত সময়ে I একটি নির্দিষ্ট অপেক্ষ মেয়াদকালের পর এগুলি কভার পেতে পারে I
4. ক্যাটারাক্ট-এর মত কিছু নির্দিষ্ট অসুস্থতা, হিস্টেরেকটমি প্রভৃতির মত কিছু প্রক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট অপেক্ষার পর্ব (সাধারণত ৪৮ ঘন্টা) থাকে, ইটা হয় নির্ধারিত পর্বের জন্য সাধারণত সেটি এক থেকে চার বছর হয় I
Que. 2 : প্রবীন নাগরিক কাদের বলা হয় ?
1. যে কোনো ব্যক্তি একটি স্বাস্থ্যবীমা পলিসি চালু বা পুন:নবীকরণের দিন যার বয়স ষাট পেরিয়ে গেছে বা তার বেশি বয়স হয়েছে I
2. একজন ব্যক্তিগত স্বাস্থ্যবীমা পলিসিগ্রাহক (পরিবারের কভার সহ) -এর অর্জিত অধিকার পূর্ববিদ্যমান শর্ত ও মেয়াদ ভিত্তিক বর্জনের জন্য অর্জিত ক্রেডিট একজন বিমাপ্রদেত্তার থেকে আরেকজন বিমাপ্রদেত্তার কাছে নিয়ে যেতে পারে, বা একই বিমাপ্রদেত্তার কাছে এক প্লান থেকে অন্য প্লানে পরিবর্তিত করতে পারে, তবে এর জন্য আগের পলিসিতিকে কোনো রকম ব্রেক ছাড়াই বজায় রাখতে হবে I একই কোম্পানির পলিসিগুলির মধ্যে পরিবর্তন এর ব্যতিক্রম I
3. বিমাপ্রদেত্তা বা টি পি এ বা একযোগে উভয়ের দ্বারা তালিকাভুক্ত হাপাতাল বা স্বাস্থ্য পরিষেবা দাতারা একজন বিমাকৃতকে নগদহীন সুবিধায় চিকিৎসা পরিষেবা যোগাবে I
4. অসুস্থতা/আঘাত ঘটা বা তার প্রকাশ যার জন্য চিকিৎসা প্রয়োজন এক পূর্ব-নির্ধারিত সময়ে I একটি নির্দিষ্ট অপেক্ষ মেয়াদকালের পর এগুলি কভার পেতে পারে I
Que. 3 : পূর্ব-বিদ্যমান শর্ত কি ?
1. একজন ব্যক্তিগত স্বাস্থ্যবীমা পলিসিগ্রাহক (পরিবারের কভার সহ) -এর অর্জিত অধিকার পূর্ববিদ্যমান শর্ত ও মেয়াদ ভিত্তিক বর্জনের জন্য অর্জিত ক্রেডিট একজন বিমাপ্রদেত্তার থেকে আরেকজন বিমাপ্রদেত্তার কাছে নিয়ে যেতে পারে, বা একই বিমাপ্রদেত্তার কাছে এক প্লান থেকে অন্য প্লানে পরিবর্তিত করতে পারে, তবে এর জন্য আগের পলিসিতিকে কোনো রকম ব্রেক ছাড়াই বজায় রাখতে হবে I একই কোম্পানির পলিসিগুলির মধ্যে পরিবর্তন এর ব্যতিক্রম I
2. বিমাপ্রদেত্তা বা টি পি এ বা একযোগে উভয়ের দ্বারা তালিকাভুক্ত হাপাতাল বা স্বাস্থ্য পরিষেবা দাতারা একজন বিমাকৃতকে নগদহীন সুবিধায় চিকিৎসা পরিষেবা যোগাবে I
3. অসুস্থতা/আঘাত ঘটা বা তার প্রকাশ যার জন্য চিকিৎসা প্রয়োজন এক পূর্ব-নির্ধারিত সময়ে I একটি নির্দিষ্ট অপেক্ষ মেয়াদকালের পর এগুলি কভার পেতে পারে I
4. আই আর ডি এ (থার্ডপার্টি এডমিনিস্ট্রেটর – হেলথ সার্ভিস ) রেগুলেশন, ২০০১ – এর অধীনে কর্তৃপক্ষের লাইসেন্স ধারী যে কোনো ব্যক্তি এবং একটি বিমা কোম্পানির ফি বা পারিশ্রমিকের জন্য স্বাস্থ্য পরিসেবা যোগানের কাজে যুক্ত I
Que. 4 : ________________________হলেন সেইবীমাকৃত যিনি হাসপাতালে ভর্তি না হয়ে/সেখানে না থেকে চিকিৎসা করান I
1. আউটপেশেন্ট
2. ইনপেশেন্ট
3. প্রবীন নাগরিক
4. উপরের সবকটি
Que. 5 : ____________________হলেন সেই বীমাকৃত যিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা করান I
1. আউটপেশেন্ট
2. ইনপেশেন্ট
3. প্রবীন নাগরিক
4. উপরের সবকটি