IC38 Bengali Mock Test 20

Que. 1 : __________________________________________ বিমার ক্ষেত্রে , বিমাকৃতের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় বিমাপ্রদেত্তা চিকিৎসার খরচ প্রদান করবে , শর্ত ও বিধি অনুযায়ী I
   1.  হাসপাতাল যত্ন সংক্রান্ত
   2.  দুর্ঘটনাজনিত
   3.  সংকট পূর্ণ অসুস্থতার
   4.  উপরের সবকটি
Que. 2 : _________________________________ :দাবির প্রমান হিসিবে বীমাকৃত দ্বারা প্রেরিত মেডিক্যাল ও অন্যান্য তথ্যের উপর নির্ভর করে
   1.  জীবিত কালীন দাবির জন্য সংঘঠিত ঘটনা
   2.  স্বত্বত্যাগ মূল্য প্রদানর জন্য সংঘঠিত ঘটনা
   3.  মেয়াদপূর্তির দাবি / মানি ব্যাক কিস্তির জন্য সংঘঠিত ঘটনা
   4.  সংকটপূর্ণ অসুস্থতার বীমার জন্য সংঘঠিত ঘটনা
Que. 3 : নিচের কোনটি হাসপাতাল যত্ন সংক্রান্ত রাইডারের উদাহরণ ?
   1.  কৃষ্ণ কুমার সংকট পূর্ণ অসুস্থতার রাইডার সহ ২ লাখ টাকার একটি জীবন বিমা কিনেছে I দুর্ভাগ্যবশত তিনি একটি অগ্নি দুর্ঘটনায় গুরুতর ভাবে পুরে গেলেন I তাকে ত্বক প্রতিস্থাপনের জন্য সার্জারি করাতে হলো I এখন পলিসির শর্তের উপর একটি দাবি করা হলো নিদিষ্ট ঘটনার উপর যা ঘটেছে I
   2.  আনমোল শর্মা ১৯৯৮ সালে জুন মাসে ১০ বছরের জন্য ১ লাখ টাকার একটি জীবন বিমা কিনেছিল I তার পলিসি ২০০৮ সালে মেয়াদ পূর্তি ঘটল I তিনি মেয়াদপূর্তির দাবি হিসেবে ১ লাখ টাকা এবং সঙ্গে পুঞ্জিভূত বোনাস পেল I
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়
Que. 4 : দাবি হলো একটি _______________________ যেটি বিমাপ্রদেত্তা একটি চুক্তিতে উল্লিখিত ভালো প্রতিশ্রুতি করবেন I
   1.  চাহিদা
   2.  অনুরোধ
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়
Que. 5 : _________________________ রাইডারের ক্ষেত্রে , বিমাকৃতের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় বিমাপ্রদেত্তা চিকিৎসার খরচ প্রদান করবে , শর্ত ও বিধি অনুযায়ী I রাইডারের দাবি দেওয়ার পরও পলিসির চুক্তি বলবৎ থাকবে I
   1.  হাসপাতাল যত্ন সংক্রান্ত
   2.  দুর্ঘটনাজনিত
   3.  সংকট পূর্ণ অসুস্থতার
   4.  উপরের সবকটি

সব পরীক্ষার জন্য এখানে ক্লিক করুন – Click Here

Related Material  What is IC38 Exam?
Open chat
Need Help?
Hello 👋
Can we help you?