Que. 1 : নিম্নলিখিত কোন সুবিধাটি ই এস আই তে দেওয়া হয় ?
1. সন্তান জন্মের জন্য মজুরির লোকসান পোষাতে নগদ ক্ষতিপূরণ
2. মাতৃত্বকালীন সুবিধা
3. অসুস্থতার জন্য মজুরির লোকসান পোষাতে নগদ ক্ষতিপূরণ
4. উপরের সবকটি
Que. 2 : নিম্ন লিখিত কোনটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত ?
1. জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন
2. আশা
3. প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
4. উপরের সবকটি
Que. 3 : ই এস আই প্রকল্পে নিয়োগকর্তাকে বেতনের কত শতাংশ দিতে হয় ?
1. 1.75
2. 4.75
3. 3.75
4. 2.75
Que. 4 : নিচের কোনটি ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাবকারী ডেমোগ্রাফিক সম্পর্কিত প্রবণতা ?
1. দারিদ্রের স্তর মানুষের চিকিৎসার জন্য মানুষের খরচ করার ক্ষমতায় প্রভাব ফেলেছে
2. নগরায়ণ বৃদ্ধি বা গ্রাম থেকে মানুষ শহর এ চলে আসায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে
3. গড় আয়ু বৃদ্ধি পেয়েছে কিন্তু দীর্ঘ আয়ুর গুণমান সম্পর্কিত বিষয়গুলিতে নজর দেওয়া হয়নি
4. উপরের সবকটি
Que. 5 : রাজ্য কমিশন ______________________ থেকে আসা আবেদন বিবেচনা করে I
1. রাজ্য কমিশন
2. জেলা ফোরাম
3. জাতীয় কমিশন
4. উপরের সবকটি