Que. 1 : বিবাহিত মহিলার সম্পত্তি আইন , _____________________ -র ৬ নং ধারায় একটা জীবন বিমা পলিসির আওতায় স্ত্রী ও সন্তানদের সুরক্ষার সুবিধা দেয় I
1. 1874
2. 1875
3. 1876
4. 1877
Que. 2 : ______________________ উপস্থাপন করে যে একজন বিবাহিত পুরুষ তার নিজের জীবনের উপর করা একটি বিমা কিভাবে তার পলিসিকে প্রভাবিত করছে , এবং মুখ হিসেবে যাদের প্রকাশ করা আছে তার স্ত্রী , অথবা তার স্ত্রী এবং সন্তানদের, অথবা এদের যে কারোর সুবিধার জন্য , স্বার্থ অনুযায়ী যা প্রকাশিত সেটিকে সুনিশ্চিত করতে এবং তার স্ত্রী , অথবা তার স্ত্রী এবং সন্তানদের, অথবা এদের যে কাউকে ট্রাস্টি বা অছি হিসেবে গন্য করতে হবে , এবং যতদিন অছির কোনো আপত্তি থাকবে না , ততদিন পর্যন্ত , সেটি স্বামীর , অথবা তার ঋণদাতাদের নিয়ন্ত্রনাধীন বিষয় থাকবে, অথবা তার এস্টেটের অংশ হয়ে থাকবে I
1. কী ম্যান ইন্সুরেন্স বা প্রধান ব্যক্তি বিমা
2. মর্টগেজ রিডিম্প্সান ইন্সুরেন্স (এম আর আই )
3. বিবাহিত মহিলার সম্পত্তি আইন
4. টার্ম ইন্সুরেন্স
Que. 3 : বিবাহিত মহিলার সম্পত্তি আইন এ প্রতিটি পলিসি একটি পৃথক ___________________ থাকবে I
1. নমিনি
2. গ্যারান্টার
3. উত্তরাধিকারী
4. ট্রাস্টি
Que. 4 : বিবাহিত মহিলা সম্পত্তি আইন এর ক্ষেত্রে কোনটি সঠিক ?
1. একটা জীবন বিমা পলিসির আওতায় স্ত্রী ও সন্তানদের সুরক্ষার সুবিধা দেয় I বিবাহিত মহিলার সম্পত্তি আইন, ১৮৭৪ সালের ৬ নং ধারা একটা ট্রাস্ট গঠনের সুযোগ দেয় I
2. এটি উপস্থাপন করে যে একজন বিবাহিত পুরুষ তার নিজের জীবনের উপর করা একটি বিমা কিভাবে তার পলিসিকে প্রভাবিত করছে , এবং মুখ হিসেবে যাদের প্রকাশ করা আছে তার স্ত্রী , অথবা তার স্ত্রী এবং সন্তানদের, অথবা এদের যে কারোর সুবিধার জন্য , স্বার্থ অনুযায়ী যা প্রকাশিত সেটিকে সুনিশ্চিত করতে এবং তার স্ত্রী , অথবা তার স্ত্রী এবং সন্তানদের, অথবা এদের যে কাউকে ট্রাস্টি বা অছি হিসেবে গন্য করতে হবে , এবং যতদিন অছির কোনো আপত্তি থাকবে না , ততদিন পর্যন্ত , সেটি স্বামীর , অথবা তার ঋণদাতাদের নিয়ন্ত্রনাধীন বিষয় থাকবে, অথবা তার এস্টেটের অংশ হয়ে থাকবে I
3. এম ডব্লিউ পি আইনের ৬ নং ধারায় ক্রয় করা মেয়াদী জীবন বিমা পলিসি আদালতের ক্রোক ও ঋণদাতার নিয়ন্ত্রনের বাইরে থাকে I
4. উপরের সবকটি
Que. 5 : বিবাহিত মহিলার সম্পত্তি আইন উপস্থাপন করে যে একজন _________________ তার নিজের জীবনের উপর করা একটি বিমা কিভাবে তার পলিসিকে প্রভাবিত করছে , এবং মুখ হিসেবে যাদের প্রকাশ করা আছে তার স্ত্রী , অথবা তার স্ত্রী এবং সন্তানদের, অথবা এদের যে কারোর সুবিধার জন্য , স্বার্থ অনুযায়ী যা প্রকাশিত সেটিকে সুনিশ্চিত করতে এবং তার স্ত্রী , অথবা তার স্ত্রী এবং সন্তানদের, অথবা এদের যে কাউকে ট্রাস্টি বা অছি হিসেবে গন্য করতে হবে , এবং যতদিন অছির কোনো আপত্তি থাকবে না , ততদিন পর্যন্ত , সেটি স্বামীর , অথবা তার ঋণদাতাদের নিয়ন্ত্রনাধীন বিষয় থাকবে, অথবা তার এস্টেটের অংশ হয়ে থাকবে I
1. বিবাহিত পুরুষ
2. অবিবাহিত পুরুষ
3. যে কোনো পুরুষ
4. যে কোনো মহিলা