Que. 1 : অতিরিক্ত মূল্য ________________________ নামে একটি পুঁজি তৈরী করে I জীবন বিমাকৃতরা এই তহবিল বিনিয়োগ করে এবং একটি সুদ উপার্জন করে I
   1.  জীবন পুঁজি
   2.  স্তর প্রিমিয়াম
   3.  সংরক্ষিত
   4.  কোনটি নয়
Que. 2 : স্তর প্রিমিয়ামের উপাদান কোনটি?
   1.  শর্ত বা সুরক্ষা উপাদান, ঝুঁকির খরচের জন্য প্রিমিয়ামের যে অংশটি আসলে প্রয়োজন
   2.  নগদ মূল্য উপাদান, এটা সঞ্চয় গঠন করে
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 3 : কি কি উপায়ে আর্থিক বাজারে ঝুঁকি কমানো যায় ?
   1.  বহুমুখীতা
   2.  ভাগাভাগি
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 4 : ________________________ অধীনে পুঁজি বিভিন্ন সম্পদে ছড়ানো থাকে I বিভিন্ন ঝুড়িতে ডিম রাখা I
   1.  বহুমুখিতার
   2.  ভাগাভাগি
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 5 : __________________________ আমাদের কাছে একটি উৎস থেকে অনেক গন্তব্যস্থলে প্রবাহিত হয় এমন ঝুঁকি থাকে I
   1.  বহুমুখিতাতে
   2.  ভাগাভাগিতে
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 6 : ________________________, বিভিন্ন ব্যক্তির পুঁজি একত্রিত করা হয় I সব ডিম একই ঝুড়িতে রাখা
   1.  ভাগাভাগি বা পুলিং-এ
   2.  বহুমুখিতাতে
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 7 : আমাদের কাছে অনেক উৎস থেকে একটিতে প্রবাহিত হয় এমন পুঁজি থাকে I
   1.  বহুমুখিতাতে
   2.  ভাগাভাগিতে
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 8 : নিম্নলিখিত কোনটির সঙ্গে জীবন বিমা চুক্তি জড়িত ?
   1.  ঝুঁকি পূরণ
   2.  সঞ্চয় উপাদান
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 9 : ______________________ সাথে সঞ্চয় উপাদান যুক্ত থাকে না
   1.  মেয়াদী বিমার
   2.  শেয়ার এর
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়
Que. 10 : জীবন বীমার শেষ অংশটি চুক্তি । এর তাৎপর্য আশ্বস্ত মাশুল অঙ্ক । এই অঙ্কটি চুক্তিবদ্ধ ভাবে নিশ্চিত , জীবন বিমাকে _____________ নিরাপত্তার একটি মাধ্যম হিসাবে তৈরী করে ।
   1.  আর্থিক
   2.  মানসিক
   3.  উপরের সবকটি
   4.  কোনটি নয়

 

Similar Posts: