IC33 Bengali Chapter 15 Questions

Published by IC38 Support on


Que. 1 : _______________________________________________যার বৈকল্য এবং অপেক্ষিত অতিরিক্ত মৃত্যুহার এতো বেশি যে তার একটি সাশ্রয়ী খরচে বিমা সুরক্ষা দেওয়া যেতে পারে না I
   1.  স্বাভাবিক জীবন
   2.  আকাক্ষিত ঝুঁকি
   3.  ক্ষীণতর জীবন
   4.  নিম্নমানের জীবন
Que. 2 : নিচের কোনটি স্বাভাবিক জীবন এর অন্তর্গত ?
   1.  এটি তাদের নিয়ে গঠিত যারা মৃত্যু-সরনিতে প্রকাশিত স্বাভাবিক মানের জীবনের পরিপেক্ষিতে মৃত্যু প্রত্যাশা করছে I
   2.  এটিতে যাদের প্রত্যাশিত মৃত্যুহার স্বাভাবিক জীবনের থেকে উল্লেখযোগ্য ভাবে কম এবং অত:পর একটি নিম্ন প্রিমিয়াম তাদের ধার্য করা যেতে পারে I
   3.  এটি যাদের প্রত্যাশিত মৃত্যুহার সাধারণ বা স্বাভাবিক মানের জীবনের চেয়ে বেশি , কিন্তু তাও বিমাযোগ্য হিসেবে গন্য Iতারা বিমার জন্য উচ্চ ( অথবা অতিরিক্ত ) প্রিমিয়ামের সঙ্গে গৃহীত বা নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ I
   4.  এই যার বৈকল্য এবং অপেক্ষিত অতিরিক্ত মৃত্যুহার এতো বেশি যে তার একটি সাশ্রয়ী খরচে বিমা সুরক্ষা দেওয়া যেতে পারে না I
Que. 3 : নিচের কোনটি আকাক্ষিত ঝুঁকি এর অন্তর্গত ?
   1.  এটি তাদের নিয়ে গঠিত যারা মৃত্যু-সরনিতে প্রকাশিত স্বাভাবিক মানের জীবনের পরিপেক্ষিতে মৃত্যু প্রত্যাশা করছে I
   2.  এটিতে যাদের প্রত্যাশিত মৃত্যুহার স্বাভাবিক জীবনের থেকে উল্লেখযোগ্য ভাবে কম এবং অত:পর একটি নিম্ন প্রিমিয়াম তাদের ধার্য করা যেতে পারে I
   3.  এটি যাদের প্রত্যাশিত মৃত্যুহার সাধারণ বা স্বাভাবিক মানের জীবনের চেয়ে বেশি , কিন্তু তাও বিমাযোগ্য হিসেবে গন্য Iতারা বিমার জন্য উচ্চ ( অথবা অতিরিক্ত ) প্রিমিয়ামের সঙ্গে গৃহীত বা নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ I
   4.  এই যার বৈকল্য এবং অপেক্ষিত অতিরিক্ত মৃত্যুহার এতো বেশি যে তার একটি সাশ্রয়ী খরচে বিমা সুরক্ষা দেওয়া যেতে পারে না I
Que. 4 : নিচের কোনটি নিম্নমানের জীবন এর অন্তর্গত ?
   1.  এটি তাদের নিয়ে গঠিত যারা মৃত্যু-সরনিতে প্রকাশিত স্বাভাবিক মানের জীবনের পরিপেক্ষিতে মৃত্যু প্রত্যাশা করছে I
   2.  এটিতে যাদের প্রত্যাশিত মৃত্যুহার স্বাভাবিক জীবনের থেকে উল্লেখযোগ্য ভাবে কম এবং অত:পর একটি নিম্ন প্রিমিয়াম তাদের ধার্য করা যেতে পারে I
   3.  এটি যাদের প্রত্যাশিত মৃত্যুহার সাধারণ বা স্বাভাবিক মানের জীবনের চেয়ে বেশি , কিন্তু তাও বিমাযোগ্য হিসেবে গন্য Iতারা বিমার জন্য উচ্চ ( অথবা অতিরিক্ত ) প্রিমিয়ামের সঙ্গে গৃহীত বা নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ I
   4.  এই যার বৈকল্য এবং অপেক্ষিত অতিরিক্ত মৃত্যুহার এতো বেশি যে তার একটি সাশ্রয়ী খরচে বিমা সুরক্ষা দেওয়া যেতে পারে না I
Que. 5 : নিচের কোনটি ক্ষীণতর জীবন এর অন্তর্গত ?
   1.  এটি তাদের নিয়ে গঠিত যারা মৃত্যু-সরনিতে প্রকাশিত স্বাভাবিক মানের জীবনের পরিপেক্ষিতে মৃত্যু প্রত্যাশা করছে I
   2.  এটিতে যাদের প্রত্যাশিত মৃত্যুহার স্বাভাবিক জীবনের থেকে উল্লেখযোগ্য ভাবে কম এবং অত:পর একটি নিম্ন প্রিমিয়াম তাদের ধার্য করা যেতে পারে I
   3.  এটি যাদের প্রত্যাশিত মৃত্যুহার সাধারণ বা স্বাভাবিক মানের জীবনের চেয়ে বেশি , কিন্তু তাও বিমাযোগ্য হিসেবে গন্য Iতারা বিমার জন্য উচ্চ ( অথবা অতিরিক্ত ) প্রিমিয়ামের সঙ্গে গৃহীত বা নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ I
   4.  এই যার বৈকল্য এবং অপেক্ষিত অতিরিক্ত মৃত্যুহার এতো বেশি যে তার একটি সাশ্রয়ী খরচে বিমা সুরক্ষা দেওয়া যেতে পারে না I
Que. 6 : এই যার বৈকল্য এবং অপেক্ষিত অতিরিক্ত মৃত্যুহার এতো বেশি যে তার একটি সাশ্রয়ী খরচে বিমা সুরক্ষা দেওয়া যেতে পারে না I
   1.  তৃনমূল পর্যায়
   2.  ঝুঁকি নির্ধারণ পর্যায়
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়
Que. 7 : নিচের কোনটি বিমা আবেদনকারীর নির্বাচনের প্রাথমিক পর্যায় ?
   1.  তৃনমূল পর্যায়
   2.  ঝুঁকি নির্ধারণ পর্যায়
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়
Que. 8 : নিচের কোনটি বিমা আবেদনকারীর নির্বাচনের বিভাগীয় পর্যায় ?
   1.  তৃনমূল পর্যায়
   2.  ঝুঁকি নির্ধারণ পর্যায়
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়
Que. 9 : _____________________________________: এটিতে একজন আবেদনকারী বিমা সুরক্ষা পাওয়ার যোগ্য কিনা তার সিদ্ধান্ত নিতে এজেন্ট বা কোম্পানির প্রতিনিধি দ্বারা একত্রিত করা তথ্য অন্তর্ভুক্ত I এজেন্ট প্রাথমিক ঝুঁকি নিরীক্ষক হিসেবে কঠিন ভুমিকা পালন করে I বিমাকৃতের জীবন সম্বন্ধে জানার ব্যাপারে সে সবথেকে ভালো অবস্থায় থাকে I
   1.  প্রাথমিক ঝুঁকি নির্ধারণ
   2.  বিভাগীয় পর্যায়ে ঝুঁকি নিরীক্ষণ
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়
Que. 10 : ______________________________ :এইরূপ ঝুঁকি নির্ধারণে জড়িত থাকে অভিজ্ঞ এবং এই কাজের জন্য যোগ্য ব্যক্তিরা I তারা জীবন বিমার জন্য সমস্ত প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করে প্রস্তাব গ্রহণ করা হবে কিনা বা কি শর্তে তা গ্রহণ করবেন তা স্থির করেন I
   1.  প্রাথমিক ঝুঁকি নির্ধারণ
   2.  বিভাগীয় পর্যায়ে ঝুঁকি নিরীক্ষণ
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়

Similar Posts: