Que. 1 : বিমা কোম্পানি কোন ধরনের ঝুঁকির সুরক্ষা দেয় ?

1.  অকাল মৃত্যুজনিত ঝুঁকি   2.  দীর্ঘজীবনের ঝুঁকি   3.  উপরের দুটিই   4.  কোনটিই নয়

Que. 2 : অযাচিত ঘটনার বিরুদ্ধে নিরাপত্তার জন্য তুমি নিচের কোনটি সুপারিশ করবে ?

1.  ব্যান্ক ডিপোজিটের মত লেনদেনকারী পণ্য   2.  শেয়ার   3.  বিমা   4.  ডিবেঞ্চার

Que. 3 : কবে আই আর ডি এ স্থাপিত হয় ?

1.  ১৯৯৮ সালে   2.  ১৯৯৯ সালে   3.  ২০০০ সালে   4.  ২০০১ সালে

Que. 4 : ঝুঁকির ভাগাভাগি পদ্ধতিটি প্রয়োগ করা হয়

1.  ক্ষুদ্র বিমা ছাড়া সব ধরনের বিমাতে   2.  শুধু জীবন বিমাতে   3.  সব ধরনের বিমাতে   4.  শুধু সাধারণ বিমাতে

Que. 5 : ঝুঁকি স্থানান্তরের একটি প্রধান ধরণ হলো

1.  বিচ্ছেদ   2.  বীমা   3.  পরিবেশগত পরিবর্তন   4.  শিক্ষা ও প্রশিক্ষণ

Que. 6 : একটি শহরে ৭০০ গাড়ির মালিক আছে . প্রতি বছর ২% গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভবনা আছে যার জন্য মালিকের ক্ষতি হয় ১৫০০০ টাকা . এই ঝুঁকির সুরক্ষা দিতে গেলে প্রত্যেক গাড়ি মালিককে কত টাকা প্রিমিয়াম প্রদান করতে হবে ?

1.  ১০০ টাকা   2.  ২০০ টাকা   3.  ৪০০ টাকা   4.  ৩০০ টাকা

Que. 7 : একটি গ্রামে ১০০ মানুষ থাকে . প্রতি বছর গড়ে ৪ জন মারা যায় . প্রত্যেক মানুষের আর্থিক মূল্য ২৫০০০ টাকা . প্রত্যেক মানুষকে মৃত্যুর সুবিধা প্রাপ্তির জন্য কত করে প্রিমিয়াম দিতে হবে ?

1.  ৫০০ টাকা   2.  ১০০০ টাকা   3.  ১৫০০ টাকা   4.  ২০০০ টাকা

Que. 8 : লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন (এল আই সি ) স্থাপিত হয়

1.  ১৯৫৬ সালের ১ লা সেপ্টেম্বর   2.  ১৯৫৬ সালের ১ লা জানুয়ারী   3.  ১৯৪৭ সালের ১ লা জানুয়ারী   4.  ১৯৪৭ সালের ১ লা সেপ্টেম্বর

Que. 9 : বিশেষ ভাবে সাধারণ মানুষ কি কি ঝুঁকির সম্মুখীন হয় ?

1.  অকাল মৃত্যু   2.  দীর্ঘ জীবন   3.  অক্ষমতা নিয়ে বেচে থাকা   4.  উপরের সবকটি

Que. 10 : নিম্ন লিখিত বিবৃতির কোনটি সত্য ?

1.  বিমা হলো একজন ব্যক্তির অন্য ব্যক্তিকে ঝুঁকি স্থানান্তরের একটি পদ্ধতি   2.  বিমা অনেক এর দ্বারা কয়েক এর লোকসান ভাগ করার একটি পদ্ধতি   3.  বিমা কয়েক এর দ্বারা অনেক এর লোকসান ভাগ করার একটি পদ্ধতি   4.  বিমা কয়েক এর লাভ অনেককে স্থানান্তরের করার একটি পদ্ধতি

Click Here to view with Answer

Similar Posts: