Que. 1 : __________________________________________ বিমার ক্ষেত্রে , বিমাকৃতের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় বিমাপ্রদেত্তা চিকিৎসার খরচ প্রদান করবে , শর্ত ও বিধি অনুযায়ী I
   1.  হাসপাতাল যত্ন সংক্রান্ত
   2.  দুর্ঘটনাজনিত
   3.  সংকট পূর্ণ অসুস্থতার
   4.  উপরের সবকটি
Que. 2 : _________________________________ :দাবির প্রমান হিসিবে বীমাকৃত দ্বারা প্রেরিত মেডিক্যাল ও অন্যান্য তথ্যের উপর নির্ভর করে
   1.  জীবিত কালীন দাবির জন্য সংঘঠিত ঘটনা
   2.  স্বত্বত্যাগ মূল্য প্রদানর জন্য সংঘঠিত ঘটনা
   3.  মেয়াদপূর্তির দাবি / মানি ব্যাক কিস্তির জন্য সংঘঠিত ঘটনা
   4.  সংকটপূর্ণ অসুস্থতার বীমার জন্য সংঘঠিত ঘটনা
Que. 3 : নিচের কোনটি হাসপাতাল যত্ন সংক্রান্ত রাইডারের উদাহরণ ?
   1.  কৃষ্ণ কুমার সংকট পূর্ণ অসুস্থতার রাইডার সহ ২ লাখ টাকার একটি জীবন বিমা কিনেছে I দুর্ভাগ্যবশত তিনি একটি অগ্নি দুর্ঘটনায় গুরুতর ভাবে পুরে গেলেন I তাকে ত্বক প্রতিস্থাপনের জন্য সার্জারি করাতে হলো I এখন পলিসির শর্তের উপর একটি দাবি করা হলো নিদিষ্ট ঘটনার উপর যা ঘটেছে I
   2.  আনমোল শর্মা ১৯৯৮ সালে জুন মাসে ১০ বছরের জন্য ১ লাখ টাকার একটি জীবন বিমা কিনেছিল I তার পলিসি ২০০৮ সালে মেয়াদ পূর্তি ঘটল I তিনি মেয়াদপূর্তির দাবি হিসেবে ১ লাখ টাকা এবং সঙ্গে পুঞ্জিভূত বোনাস পেল I
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়
Que. 4 : দাবি হলো একটি _______________________ যেটি বিমাপ্রদেত্তা একটি চুক্তিতে উল্লিখিত ভালো প্রতিশ্রুতি করবেন I
   1.  চাহিদা
   2.  অনুরোধ
   3.  উপরের সবকটি
   4.  কোনটিই নয়
Que. 5 : _________________________ রাইডারের ক্ষেত্রে , বিমাকৃতের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় বিমাপ্রদেত্তা চিকিৎসার খরচ প্রদান করবে , শর্ত ও বিধি অনুযায়ী I রাইডারের দাবি দেওয়ার পরও পলিসির চুক্তি বলবৎ থাকবে I
   1.  হাসপাতাল যত্ন সংক্রান্ত
   2.  দুর্ঘটনাজনিত
   3.  সংকট পূর্ণ অসুস্থতার
   4.  উপরের সবকটি
Que. 6 : নিচের কোনটি নন-স্ট্যান্ডার্ড বয়সের প্রমান নয় ?
   1.  ঠিকুজি
   2.  গ্রাম পঞ্চায়েতের সংশাপত্র
   3.  স্ব-ঘোষিত সংশাপত্র
   4.  স্কুল বা কলেজের সংশাপত্র
Que. 7 : নিচের কোনটি নন-স্ট্যান্ডার্ড বয়সের প্রমান নয় ?
   1.  ঠিকুজি
   2.  গ্রাম পঞ্চায়েতের সংশাপত্র
   3.  স্ব-ঘোষিত সংশাপত্র
   4.  ব্যাপ্টিজম সংশাপত্র
Que. 8 : নিচের কোনটি দায় গ্রহনকারীর সিদ্ধান্ত নয় ?
   1.  ঝুঁকি মুলতুবি
   2.  নিম্নাভিমুখী ঝুঁকি
   3.  দাবি প্রত্যাখান
   4.  প্রনিতহারে ঝুঁকি গ্রহন
Que. 9 : ___________________________________ হলো সেই স্থির প্রিমিয়াম যেটি বয়সের সঙ্গে বৃদ্ধি পায় না কিন্তু চুক্তির সম্পূর্ণ সময়ে অবিচল থাকে I এর মানে হলো যে এই বছরে সংগৃহীত প্রিমিয়াম, এই সময় মৃত্যুর জন্য দাবি করা মূল্যের চেয়ে বেশি হবে, যখন পরবর্তী বছরের প্রিমিয়াম বেশি বয়সে মৃত্যুর জন্য দাবি করা মূল্যের চেয়ে কম হবে I স্তর প্রিমিয়াম হলো উভয়ের গড় I এর অর্থ হলো প্রাম্ভিক বয়সের বাড়তি প্রিমিয়াম পরবর্ত্তি বয়সের প্রিমিয়ামের ঘাটি ক্ষতিপূরণ করে I
   1.  ছার প্রিমিয়াম
   2.  মোট প্রিমিয়াম
   3.  নীট প্রিমিয়াম
   4.  স্তর প্রিমিয়াম
Que. 10 : চুক্তির প্রথন বছর সংগৃহীত প্রিমিয়াম তার পলিসিধারকদের সুবিধার জন্য বিমা কোম্পানির দ্বারা বিশ্বাসীভাবে করা হয়, একে বলা হয় _______________________ I একটি বিমা ভবিষ্যত বাধ্যবাধকতা পূরণের জন্য এই সংরক্ষণ রাখে I
   1.  জীবন পুঁজি
   2.  স্তর প্রিমিয়াম
   3.  সংরক্ষিত
   4.  কোনটি নয়

Similar Posts: