Que. 1 : নিম্নলিখিত কোন সুবিধাটি ই এস আই তে দেওয়া হয় ?
   1.  সন্তান জন্মের জন্য মজুরির লোকসান পোষাতে নগদ ক্ষতিপূরণ
   2.  মাতৃত্বকালীন সুবিধা
   3.  অসুস্থতার জন্য মজুরির লোকসান পোষাতে নগদ ক্ষতিপূরণ
   4.  উপরের সবকটি
Que. 2 : নিম্ন লিখিত কোনটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত ?
   1.  জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন
   2.  আশা
   3.  প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
   4.  উপরের সবকটি
Que. 3 : ই এস আই প্রকল্পে নিয়োগকর্তাকে বেতনের কত শতাংশ দিতে হয় ?
   1.  1.75
   2.  4.75
   3.  3.75
   4.  2.75
Que. 4 : নিচের কোনটি ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাবকারী ডেমোগ্রাফিক সম্পর্কিত প্রবণতা ?
   1.  দারিদ্রের স্তর মানুষের চিকিৎসার জন্য মানুষের খরচ করার ক্ষমতায় প্রভাব ফেলেছে
   2.  নগরায়ণ বৃদ্ধি বা গ্রাম থেকে মানুষ শহর এ চলে আসায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে
   3.  গড় আয়ু বৃদ্ধি পেয়েছে কিন্তু দীর্ঘ আয়ুর গুণমান সম্পর্কিত বিষয়গুলিতে নজর দেওয়া হয়নি
   4.  উপরের সবকটি
Que. 5 : রাজ্য কমিশন ______________________ থেকে আসা আবেদন বিবেচনা করে I
   1.  রাজ্য কমিশন
   2.  জেলা ফোরাম
   3.  জাতীয় কমিশন
   4.  উপরের সবকটি
Que. 6 : নিচের কোনটি বীমা ব্যবসা সম্পর্কিত অভিযোগ হতে পারে ?
   1.  দাবি নিস্পত্তিতে দেরী
   2.  নিস্পত্তি না করা দাবি
   3.  উপরের সবকটি
   4.  কোনোটি নয়
Que. 7 : ___________________________________ হলো সেই স্থির প্রিমিয়াম যেটি বয়সের সঙ্গে বৃদ্ধি পায় না কিন্তু চুক্তির সম্পূর্ণ সময়ে অবিচল থাকে I এর মানে হলো যে এই বছরে সংগৃহীত প্রিমিয়াম, এই সময় মৃত্যুর জন্য দাবি করা মূল্যের চেয়ে বেশি হবে, যখন পরবর্তী বছরের প্রিমিয়াম বেশি বয়সে মৃত্যুর জন্য দাবি করা মূল্যের চেয়ে কম হবে I স্তর প্রিমিয়াম হলো উভয়ের গড় I এর অর্থ হলো প্রাম্ভিক বয়সের বাড়তি প্রিমিয়াম পরবর্ত্তি বয়সের প্রিমিয়ামের ঘাটি ক্ষতিপূরণ করে I
   1.  ছার প্রিমিয়াম
   2.  মোট প্রিমিয়াম
   3.  নীট প্রিমিয়াম
   4.  স্তর প্রিমিয়াম
Que. 8 : চুক্তির প্রথন বছর সংগৃহীত প্রিমিয়াম তার পলিসিধারকদের সুবিধার জন্য বিমা কোম্পানির দ্বারা বিশ্বাসীভাবে করা হয়, একে বলা হয় _______________________ I একটি বিমা ভবিষ্যত বাধ্যবাধকতা পূরণের জন্য এই সংরক্ষণ রাখে I
   1.  জীবন পুঁজি
   2.  স্তর প্রিমিয়াম
   3.  সংরক্ষিত
   4.  কোনটি নয়
Que. 9 : নিম্ন লিখিত কোনটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত ?
   1.  জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন
   2.  আশা
   3.  গ্রাম স্বাস্থ্য গাইড
   4.  উপরের সবকটি
Que. 10 : নিচের কোনটি ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাবকারী আয়ু সম্পর্কিত প্রবণতা ?
   1.  বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ হলো ভারত
   2.  নগরায়ণ বৃদ্ধি বা গ্রাম থেকে মানুষ শহর এ চলে আসায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে
   3.  গড় আয়ু বৃদ্ধি পেয়েছে কিন্তু দীর্ঘ আয়ুর গুণমান সম্পর্কিত বিষয়গুলিতে নজর দেওয়া হয়নি
   4.  উপরের সবকটি
Click Here to view with Answer

Similar Posts: