Bengali IC33 Paper 13

Que. 1 : নিচের কোনটি ঝুঁকির অধীনে শ্রেণীকরণ করা যায় না ?
   1.  অক্ষম ভাবে বেচে থাকা
   2.  খুব অল্প বয়সে মৃত্যু
   3.  প্রাকৃতিক ক্ষয় ক্ষতি
   4.  খুব তারাতারি মৃত্যু
Que. 2 : নিচের কোনটি বীমার সঙ্গে জড়িত দৃষ্টিভঙ্গি নয় ?
   1.  আয় করা
   2.  মুনাফা ভাগাভাগি করার নীতি
   3.  সম্পদ
   4.  চুক্তি
Que. 3 : ঝুঁকির ভাগাভাগির সময় বিমা কোম্পানি একই প্রকার ঝুঁকির জন্য একই তহবিল তৈরী করে. কখন জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার জন্যে একটি তহবিল তৈরী হবে ?
   1.  কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী
   2.  পূর্ণবিমার সময়
   3.  কোনো অবস্থাতেই নয়.
   4.  কিস্তি নির্ধারকের আদেশ অনুযায়ী
Que. 4 : নিচের কোনটি অভিযোগ প্রতিবিধানের ব্যবস্থা ?
   1.  উপরের সবকটি
   2.  ক্রেতা সুরক্ষা আইন 1986
   3.  ইন্স্যুরেন্স গ্রিভিয়েন্স ম্যানেজেমেন্ট সিস্টেম
   4.  কোনোটি নয়
Que. 5 : রাজ্য কমিশন ______________________ থেকে আসা আবেদন বিবেচনা করে I
   1.  রাজ্য কমিশন
   2.  জেলা ফোরাম
   3.  জাতীয় কমিশন
   4.  উপরের সবকটি
Que. 6 : নিচের কোনটি বীমা ব্যবসা সম্পর্কিত অভিযোগ হতে পারে ?
   1.  দাবি নিস্পত্তিতে দেরী
   2.  উপরের সবকটি
   3.  নিস্পত্তি না করা দাবি
   4.  কোনোটি নয়
Que. 7 : স্তর প্রিমিয়ামের উপাদান কোনটি ?
   1.  কোনটি নয়
   2.  উপরের সবকটি
   3.  শর্ত বা সুরক্ষা উপাদান, ঝুঁকির খরচের জন্য প্রিমিয়ামের যে অংশটি আসলে প্রয়োজন
   4.  নগদ মূল্য উপাদান, এটা সঞ্চয় গঠন করে
Que. 8 : কি কি উপায়ে আর্থিক বাজারে ঝুঁকি কমানো যায় ?
   1.  উপরের সবকটি
   2.  ভাগাভাগি
   3.  বহুমুখীতা
   4.  কোনটি নয়
Que. 9 : _________________________ অধীনে পুঁজি বিভিন্ন সম্পদে ছড়ানো থাকে I বিভিন্ন ঝুড়িতে ডিম রাখা I
   1.  ভাগাভাগি
   2.  উপরের সবকটি
   3.  বহুমুখিতার
   4.  কোনটি নয়
Que. 10 : জীবন বিমা কি ধরনের পণ্য ?
   1.  লেনদেনকারী
   2.  আপদকালীন
   3.  কোনটি নয়
   4.  উপরের সবকটি